অবহেলিত আল-আমিন হোসেন!

অবহেলিত আল-আমিন হোসেন!

বাংলাদেশের পেসারদের মধ্যে একটু কম নামডাক সম্পন্ন যারা আছেন তাদের মধ্যে একজন আল-আমিন হোসেন। আহামরি গতিতে বল করতে পারেননা, বোলিংয়ে বিশেষ কোনো অস্ত্র টাইপ কিছুও নেই। বোলার হিসেবে আল-আমিন হয়ত অসাধারণ নন, তবে একদম বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতও নন। অন্তত সীমিত ওভারের ক্রিকেটে আল আমিন সুযোগ পেতেই পারেন।

 

অসুবিধা হলে দুই দলেরই হবে আল আমিন
আল-আমিন হোসেন। ফাইল ছবি

 

Also Read – ইংল্যান্ডে করোনায় আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের ফার্গুসন

পরিসংখ্যানও আল আমিনের পক্ষেই কথা বলছে। ১৫ ওডিআই খেলে ২২ উইকেট, সাড়ে পাঁচের ইকোনমি রেট আধুনিক ক্রিকেটের বিবেচনায় ভালোই বলা যায়। টি-টোয়েন্টিতে আল-আমিনের রেকর্ড সবচেয়ে ভালো। ৩১ ম্যাচে ৪৩ উইকেট, সাতের একটু ওপরের ইকোনমি টি-টোয়েন্টির ক্ষেত্রে মন্দ নয়।

তার চেয়ে বড় বিষয় হচ্ছে ডানহাতি এই পেসার উইকেট শিকারি। অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও আল-আমিন সুযোগ পেতেই পারেন। দারুণ ইকোনমি রেটের সাথে উইকেট টেকিং অ্যাবিলিটি, একজন পেসারকে দলে জায়গা পেতে এর চেয়ে বেশি আর কী করতে হবে? প্রশ্নটার উত্তর হয়ত নির্বাচকেরাই জানেন।

আল আমিন যে একেবারেই দলে ডাক পাচ্ছেন না সেরকমটাও আবার নয়। সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও দলের সাথে ছিলেন তিনি। নিউজিল্যান্ড গিয়ে পুরো সফরে বসে থেকেই কাটাতে হয়েছে তাকে, একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। এমনও নয় যে দলের সবাই খুব দারুণ পারফর্ম করাতে সুযোগ দেওয়া যায়নি তাকে। নিউজিল্যান্ডে হতাশাজনক একটা সফরই যে কাটিয়েছে টাইগাররা। অন্তত একটা ম্যাচ খেলার সুযোগ হয়তো আল আমিন পেতেই পারতেন!

সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে পরের সিরিজেই ছুড়ে ফেলা হয় অভিজ্ঞ এই পেসারকে, কোনো ফরম্যাটের দলেই জায়গা পাননি তিনি। মানে কোনো ম্যাচ না খেলিয়েই বাদ দিয়ে দেওয়া হয় তাকে!

মোটামুটি সফল একজন পেসার হয়েও দিনের পর দিন উপেক্ষিত থাকা, দলে ডাক পেয়েও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া, আবার কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়া- এটাই হয়ত হয়ে গেছে আল আমিনের জীবনচক্র।

ক্রমাগত অবহেলিত হওয়া আল আমিন হোসেনের চিন্তাশক্তি, মানসিক স্থিরতা, মনোবল সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃসন্দেহে। নষ্ট হচ্ছে সময়, সেই সাথে হয়ত আল আমিনের ক্যারিয়ারও। আল আমিন হোসেন ভবিষ্যৎে আবার কবে জাতীয় দলে ডাক পাবেন কিংবা আদৌ ডাক পাবেন কীনা কে জানে? ডাক পেলেও হয়ত দেখা যাবে ম্যাচ না খেলেই বাদ পড়ে গেছেন। অবহেলার শিকার হওয়া আল আমিনের ক্যারিয়ার এগোচ্ছে এভাবেই।

Explore More Districts