অবশেষে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মুক্তির অনুমতি – DesheBideshe

অবশেষে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মুক্তির অনুমতি – DesheBideshe



অবশেষে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মুক্তির অনুমতি – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নির্দেশে পুলিশের একটি দৃশ্য, মাদক সেবনের দৃশ্য, অ্যাকশন দৃশ্যসহ বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা থেকে। এই নির্দেশনা মেনে অবশেষে মিললো মুক্তির অনুমতি। আজ (২৫ মার্চ) মঙ্গলবার দুপুর ১২টায় সিনেমাটি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা।

তাদের নির্দেশনা মেনে ছবিতে সংশোধনী আনা হয়েছে সেটা দেখতে পেয়ে ‘বরবাদ’কে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির, জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়।

মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির সর্বমোট ১০ মিনিট ছাঁটাই করা হয়েছে। পরিচালক-প্রযোজকের ভাষ্য, এই ১০ মিনিট ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মুক্তির স্বার্থে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আদেশ মানতেই হয়েছে তাদের। তবে ছবিটি ‘ইউ গ্রেড’ ক্যাটাগরিতে ছাড়পত্র পাচ্ছে এবং পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদে মুক্তি দেয়া যাবে এতেই আনন্দিত তারা এবং ছবির পুরো টিম।

এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, ‘বরবাদ’ সংশোধিত হয়েই মুক্তির অনুমতি পাচ্ছে। আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধিত অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।’

ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। বেশ আগে থেকেই চলছিল প্রচার। এরই মধ্যে অবমুক্ত হয়েছে ছবির পোস্টার, টিজার ও গান। সেগুলোই জমিয়ে রেখেছে ঈদের সিনেমার বাজার। মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, মিশা সওদাগর প্রমুখ।

এনএন/ ২৫ মার্চ ২০২৫



Explore More Districts