অবশেষে ফিল্ডিং কোচকে পেলেন তামিমরা

অবশেষে ফিল্ডিং কোচকে পেলেন তামিমরা

করোনা পজিটিভ হওয়ায় বিলম্বিত হয়েছে বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের দলের সাথে যোগদান। তবে করোনামুক্ত হয়ে অবশেষে টাইগারদের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন এই অস্ট্রেলীয়।

২০২৩ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচের ভূমিকায় ম্যাকডারমট
২০২৩ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন ম্যাকডারমট। ফাইল ছবি

রায়ান কুক চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের পদ ফাঁকা ছিল। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহ দুই সিরিজে কাজ করলেও বিসিবি খুঁজছিল বিদেশি কাউকে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিয়োগ দেওয়া হয়ত ম্যাকডারমটকে।

Advertisment

তবে ২০২৩ পর্যন্ত চুক্তিবদ্ধ ম্যাকডারমট দলের সাথে যোগ দেওয়ার আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর দল দুটি ওয়ানডে খেলে ফেললেও তাকে থাকতে হয়েছে আইসোলেশনে। অবশেষে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেয়ে ম্যাকডারমট যোগ দিচ্ছেন দলের সাথে।

তৃতীয় ওয়ানডের আগের দিন মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলনে থাকছেন ম্যাকডারমট। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল সাবেক ফিল্ডিং কোচের কার্যকারিতা নিয়ে। সাম্প্রতিক সময়েও ফিল্ডিং নিয়ে নানা অসন্তোষের জন্ম হয়। ম্যাকডারমটের উপস্থিতি ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি এনে দিতে পারে কি না, তা-ই এখন দেখার বিষয়।

৪১ বছর বয়সী ম্যাকডারমট আগেও বিসিবির সাথে কাজ করেছেন, কাজ করেছেন বাংলাদেশ দলেও। জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন তিনি। শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। স্বল্পমেয়াদী দায়িত্বে ফিল্ডিং কোচ ছিলেন অজিদেরও।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সব খেলা সরাসরি দেখুন এখানে

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts