- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সারাদেশ
- মুন্সিগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি পদন্নোতি হলেন আওলাদ
অবশেষে জামিনে মুক্ত রিয়াদ মোহাম্মদ চৌধুরী
- আপডেট টাইম : জুন, ৩, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
- 125 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী জামিনে মুক্ত । মঙ্গলবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে। কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
গত ১ লা জুন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চে তাকে চাঁদাবাজির দুই মামলায় জামিন দেন বলে রিয়াদের বিশ্বস্ত একটি সূত্র জানায়।
গত ১৫ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
ওই দিনই থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে নারায়নগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ । এরপর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে এতোদিন সে কারাগারে ছিলেন ।