
আবুজা, ০৮ ডিসেম্বর – নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে গত মাসে অপহৃত সেন্ট মেরিস ক্যাথলিক বোর্ডিং স্কুলের ১০০ শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রোববার (৭ ডিসেম্বর) নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত সবচেয়ে বড় গণ-অপহরণগুলোর মধ্যে এটি ছিল অন্যতম।
২১ নভেম্বর ভোরে নাইজার প্রদেশের প্রত্যন্ত পাপিরি গ্রামের বোর্ডিং স্কুলটিতে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়। খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানায়, ১০০ শিক্ষার্থী, ১২ জন শিক্ষক ও কর্মচারী এ ঘটনায় অপহৃত হন।অপহৃতদের মধ্যে মাত্র ৬ বছর বয়সী শিশু পর্যন্ত ছিল।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি বাহিনী ৫০ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও, বাকিদের সম্পর্কে এতদিন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় মিডিয়া শিক্ষার্থীদের মুক্তির খবর নিশ্চিত করলেও উদ্ধারের প্রক্রিয়া বা কৌশল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিএএন বলছে, তারা এখনো সরকারি নোটিশ পায়নি। নাইজার রাজ্য সরকারও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সিএএন মুখপাত্র ড্যানিয়েল আতোরি বলেন, আমরা ফেডারেল সরকারের আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করছি। আশা করছি সংবাদটি সত্য এবং বাকিরাও দ্রুত মুক্তি পাবে।
স্কুলে হামলার ঘটনাটি নাইজেরিয়াজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালের চিবোক স্কুলছাত্রী অপহরণের এক দশকের বেশি সময় পরও দেশটি নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে পারেনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর “নিপীড়ন” নিয়ে উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি আন্তর্জাতিক মহলেও আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
শিক্ষার্থী ছাড়াও অপহৃত ১২ শিক্ষক-কর্মচারীর ভাগ্য অজানা। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি সরকার বা নিরাপত্তা বাহিনী।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫




