অবরোধের সমর্থনে সীতাকুণ্ডে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল – দৈনিক আজাদী

অবরোধের সমর্থনে সীতাকুণ্ডে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল – দৈনিক আজাদী





দেশব্যাপী বিএনপির ঢাকা অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি।

বুধবার ভোরে মহাসড়কের কুমিরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল করার সময় নেতৃবৃন্দ পুলিশ আতংকে ছিল। তবে ১০মিনিট স্থায়ী বিক্ষোভ মিছিল করে নেতৃবৃন্দ মহাসড়ক ছেড়ে চলে যায়।

মিছিলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মোঃ সালাউদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দীন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, বারৈয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় একতরফা নির্বাচন বাতিল, বেগম খালেদা জিয়া, আসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দের মুক্তি দাবি করে নেতারা শ্লোগানে শ্লোগানে রাজপথে অবস্থান করে। দাবি আদায়ে রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেন।




Explore More Districts