
ঢাকা, ১৪ ডিসেম্বর – ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ সালে যে প্রেস নোটে বক্তব্য দিয়েছে, তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।” তবে বিবৃতিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করার বিষয়টি উল্লেখ করা হয়নি।
বাংলাদেশের সরকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল, ভারতে অবস্থানরত পলাতক রাজনৈতিক নেতা শেখ হাসিনা ও তার সমর্থকদের দ্বারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো বন্ধ করতে। ভারত এই অভিযোগ সরাসরি খারিজ করেছে এবং বাংলাদেশের বক্তব্যকে স্বীকৃতি দেয়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫



