অনলাইন–আটাবে আর্থিক অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা তলব

অনলাইন–আটাবে আর্থিক অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা তলব

যদিও এই বিজ্ঞপ্তি জারির একই দিনে মোতাকাব্বীর আহমেদকে পরিবর্তন করে আটাবে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে, প্রশাসকের চিঠিতে উল্লেখিত এসব অভিযোগ অস্বীকার করেছেন আটাবের সাবেক নেতারা।

প্রশাসকের চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় মোতাকাব্বীর আহমেদকে আটাবে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তবে অফিস বন্ধ থাকার কারণে ১২ আগস্ট তিনি দায়িত্ব নেন। এরপর তিনি আটাবের আর্থিক লেনদেনের হিসাব যাচাই করে একাধিক অনিয়ম খুঁজে পান। এসব নিয়ে সাবেক কমিটির নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন তিনি। তবে কোনো সন্তোষজনক জবাব পাননি।

চিঠিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আটাবের ৯১ জন সদস্যের কাছ থেকে ফেম ট্রিপ (পরিচিতিকরণ ভ্রমণ) বাবদ ৪৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা আদায় করা হয়। এই টাকা নেওয়ার আগে আটাবের ব্যাংক হিসাবে ৪১ লাখ ৩৮ হাজার ৫৬৬ টাকা ছিল। কিন্তু প্রশাসক দায়িত্ব নেওয়ার সময় আটাবের হিসাবে মাত্র ৩৪ লাখ ৫ হাজার ৭৯৬ টাকা পাওয়া যায়। এর মাঝে গত ১০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে আটাবের হিসাব থেকে নিয়মবহির্ভূতভাবে চারটি চেকের মাধ্যমে মোট ৪৫ লাখ টাকা উত্তোলন করা হয়।

Explore More Districts