অধ্যক্ষ সৈয়দ আলী আজম আর নেই

অধ্যক্ষ সৈয়দ আলী আজম আর নেই

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের জনপ্রিয় অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম আর নেই। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি)। তিনি গত কিছুদিন যাবত মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি সরকারি ঝালকাঠি কলেজে দীর্ঘদিন উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে ছাত্রবান্ধব শিক্ষকের মর্যাদায় পেশাজীবন অতিবাহিত করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তের শিক্ষার্থী ছিলেন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম। তিনি ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের ৮ম ব্যাচের মেধাবী ছাত্র। এ বিভাগ থেকেই তিনি সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহিদ সালাম বরকত হলের উদ্বোধনী পর্যায়ের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাথে জড়িত শিক্ষক ও গবেষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সজ্জন, বন্ধুবৎসল, বিনয়ী সতীর্থের জন্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্ত এবং সরকার ও রাজনীতি পরিবারের সদস্যগণ। 

শোক জানিয়ে মরহুমে মাগফেরাত কামনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ (সিসিআরবিডি) -এর নির্বাহী পরিচালক ড. মাহফুজ পারভেজ।

Explore More Districts