অধিনায়ক হিসেবে লিটন সব দিকে খুবই ভালো – DesheBideshe

অধিনায়ক হিসেবে লিটন সব দিকে খুবই ভালো – DesheBideshe



অধিনায়ক হিসেবে লিটন সব দিকে খুবই ভালো – DesheBideshe

ঢাকা, ১১ মে – কয়েকদিন আগেই লিটন কুমার দাসকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেননি। লিটনের নেতৃত্বে চাপ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে কোচ সালাউদ্দিন জানালেন ভিন্ন কথা।

রোববার (১১ মে) দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় সাকিবের সঙ্গে লিটনের মিল আছে বলে মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন বলেন, লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি, আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল।

‘বাইরে থেকে মনে হবে যে, অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।’ এই কোচের মতে, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ না।

তিনি বলেন, এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।

উল্লেখ্য, আগামী ১৭ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ জন্য মিরপুরে নিজেদের প্রস্তুত করছে লিটন বাহিনী।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ মে ২০২৫

 



Explore More Districts