অত্যাধুনিক শপিং শো-রুম ‘এম আর ফ্যাশনের’ শুভ উদ্বোধন – কুড়িগ্রাম প্রতিদিন

অত্যাধুনিক শপিং শো-রুম ‘এম আর ফ্যাশনের’ শুভ উদ্বোধন – কুড়িগ্রাম প্রতিদিন

শরিফা বেগম শিউলী, রংপুর জেলা প্রতিনিধিঃ

নগরীর কাচারি বাজার কোর্ট মসজিদ কমপ্লেক্স এর ২য় তলায় অত্যাধুনিক শপিং শো-রুম ‘এম আর ফ্যাশনের’ এর উদ্বোধন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি ) বিকেলে অনাড়ম্বর আয়োজনে এম আর ফ্যাশনের উদ্বোধন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী।.ফিতা কেটে উদ্বোধক তানবীর হোসেন আশরাফী বলেন, গুনগত মান ঠিক রেখে ব্যবসা করতে হবে। ক্রেতা সন্তষ্টি ছাড়া সফলতা মিলে না। দেশি বিদেশি অভিজাত কালেকশনের পাশাপাশি ঐতিহ্যবাহি পোশাকের সম্ভার যেন এম আর ফ্যাশন হয়ে উঠে। পরে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফ্যাশন হাউজটির স্বত্তাধিকারী সালমা খাতুন মনি, ফাতেমা কানিজ,রংপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,মহুয়া ব্রেড এবং কনফেকশনারি’র স্বত্তাধিকারী আলহাজ্ব নুরুল হক মুন্না,রংপুর জেলা ময়দা মিলের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব হাজি মো: মইনদ্দিন, কোর্ট মসজিদ রংপুর’র খতিব মো হাফিজুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসায়ী মো আব্দুল কাইয়ুম ফারসী, বাংলার চোখ সদস্য, দুলাল মিয়া, মিষ্টি মেলার স্বত্বাধিকারী মো:আলী জিন্না, মো ইমতিয়াজ আহম্মেদ ইফাত সহ আরো অনেকে।

Explore More Districts