অতি বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা নদীর রাজবাড়ীর অংশে পানি বৃদ্ধি ১৪ সেঃমিঃ –

অতি বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা নদীর রাজবাড়ীর অংশে পানি বৃদ্ধি ১৪ সেঃমিঃ –

রাজবাড়ী বার্তা ডট কম :

অতি বৃষ্টি ও উজান থেকে নেমা আসা ঢলে পদ্মা নদীর রাজবাড়ী জেলার অংশে প্রতিদিনই বাড়ছে পানি। সেই সাথে নদীতে দেখা দিয়েছে তীব্র ¯্রােত। শনিবার নদীর দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ১৪ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে।

গত ২ দিনে পানি বৃদ্ধি পেয়েছে ২৯ সে.মি। পানি বৃদ্ধির কারণে পুনরায় নি¤œাঞ্চলের মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়ার লঞ্চ ঘাট এলাকা ও কালুখালীর নিচু অঞ্চল গুলোতে পানি প্রবেশের কারনে মানুষকে নৌকায় আসা যাওয়া করতে হচ্ছে। কৃষি জমি তলিয়ে গো খাদ্যের সংকটে পরেছেন ওই অঞ্চলের মানুষেরা। তাদের অতিরিক্ত দামে গো খাদ্য সংগ্রহ করতে হচ্ছে।

ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।

(Visited 1 times, 1 visits today)

Explore More Districts