অতিরিক্ত আইজিপি হলেন এসএমপি কমিশনার

অতিরিক্ত আইজিপি হলেন এসএমপি কমিশনার

অতিরিক্ত আইজিপি হলেন এসএমপি কমিশনারপদোন্নতি পেলেন সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা। এখন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) ।সিলেট ভ্রমণ প্যাকেজ

গত ৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫তম সভায় এ পদে পদোন্নতির সুপারিশ করা হয় মোট ১২ জনকে। এই সুপারিশ গত ১৭ মে অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।

প্রজ্ঞাপন জারির বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন হাসান ও সিলেট এসএমপির গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।

এদিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা ।
সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।

ডিএস/এমসি

Explore More Districts