নিজস্ব প্রতিবেদক॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাকে তৎক্ষণাৎ হাসপাতালের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। বৃদ্ধার পরিচয় এখনো সনাক্ত হয়নি। তার শারীরিক অবস্থা আশংকাজনক।