অগ্নিকাণ্ডে নিহত যুবদল কর্মীর পরিবারের পাশে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি – Daily Gazipur Online

অগ্নিকাণ্ডে নিহত যুবদল কর্মীর পরিবারের পাশে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত স্থানীয় যুবদল কর্মী আল-আমিন বাবুর পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
সোমবার দুপুরে টঙ্গী রেল কলোনী মসজিদে যোহরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি,এলাকাবাসী ও নিহত বাবুর পরিবারের খোঁজ নেন। এসময় বাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিহত বাবুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
বিধবা আয়েশা জানান, বাবুই ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই বাবু সংসারের হাল ধরেন। দুই ভাই-বোনের মধ্যে বাবু ছিলো বড়। আলোচিত কেমিক্যাল গোডাউনের পাশের একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় দমকল কর্মীদের সহায়তায় এগিয়ে গেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার মারা যান।
আয়েশা দুঃখ প্রকাশ করে বলেন, এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পক্ষ তাদের খোঁজ নেয়নি।

Print Friendly, PDF & Email

Explore More Districts