রিয়াদ একজন যোদ্ধা, তার অবদান অনেক: মাশরাফি

রিয়াদ একজন যোদ্ধা, তার অবদান অনেক: মাশরাফি

বেশ কিছু সিরিজ ধরে জাতীয় দলের বাইরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগস্টে মাঠে গড়াবে এশিয়া কাপ। এরপর আছে বিশ্বকাপ। এই দুই বড় ইভেন্টে রিয়াদ দলে থাকবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। তবে অতীত পারফরম্যান্স বিবেচনায় রিয়াদকে বিশ্বকাপ দলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।বুধবার (২৬ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘আমরা সবাই জানি যে রিয়াদ একজন যোদ্ধা, দেশের জন্য অনেক অবদান তার। ৭ নম্বর পজিশনে কে কেমন করছে সেটা আমাদের চেয়ে কোচরাই ভালো বলতে পারবেন। কাকে নেওয়া উচিত সেটা তারাই কিন্তু ভালো জানেন। যেই প্লেয়ারকেই নেওয়া হোক না কেন, সে যে বিশ্বকাপে ভালো করবে, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। যাকেই নিবে, সে যেন পারফর্ম করে। এটাই কিন্তু আমাদের প্রত্যাশা।’তিনি আরও বলেন, ‘অতীত অভিজ্ঞতা বিবেচনায় রিয়াদ ভালো পারফর্মার। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোতে সে নিজেকে প্রমাণ করেছে। সেই বিষয়টিও হয়তো প্রধান কোচ-অধিনায়ক তারা আমলে নেবেন। সবকিছু চিন্তা করেই হয়তো সেরা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা মনে রাখতে হবে, যে সুযোগ পাবে তাকে কিন্তু ভারতের মাটিতে পারফর্ম করতে হবে।’

Explore More Districts