বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে যাওয়ার পথে কর্মী-সমর্থকের উপর আওয়ামী লীগ নেতার হামলা

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে যাওয়ার পথে কর্মী-সমর্থকের উপর আওয়ামী লীগ নেতার হামলা

৩ September ২০২৫ Wednesday ১০:২৩:০৪ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে যাওয়ার পথে কর্মী-সমর্থকের উপর আওয়ামী লীগ নেতার হামলা

বরিশালের বাকেরগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দলটির কয়েকজন কর্মী-সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকরা দুপুর দেড়টার সময় শ্যামপুর বাজার থেকে অটোরিকশা যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা রঙ্গশ্রী ইউনিয়নের শ্রমিক লীগের যুগ্ন আহ্বায় মো: জাকির হোসেন নেতৃত্বে কয়েকজন তাদের আটকিয়ে বেধড়ক মারধর করে। এতে একাধিক কর্মী আহত হন। গুরুতর আহত রোকনুজ্জামান রোকন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার বিএনপি কর্মীরা অভিযোগ করেন, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। এবং এই আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় দিচ্ছেন রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুর রহমান কুদ্দুস। এতে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলেও তারা দাবি করেন।

আহত রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য 

রোকনুজ্জামান রোকন বলেন, আমরা জিয়াউল হক সুমন ভাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে  যোগদানের জন্য নেতাকর্মীরা শ্যামপুর বাজার থেকে রিকশায় রওনা দেই। এ সময় রঙ্গশ্রী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মো: জাকির হোসেন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অথচ গত বছর ৫  আগস্টের পর এই আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা হয়েছে। যেই হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা। অথচ এই আওয়ামী লীগ নেতাদের এখন পূর্ণবাসন করছে স্থানীয় বিএনপি’র কয়েকজন নেতা।

এ বিষয়ে জানতে চাইলে রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুর রহমান কুদ্দুস বলেন, জাকির হোসেন আওয়ামী লীগ নেতা নয়। জাকির আমাদের লোক। যে হামলার ঘটনা ঘটেছে আহতদের খোঁজখবর নিয়ে সমাধান করা হবে। 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ জানায়, এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts