বাংলাদেশের অগ্নিঝরা বোলিংয়ে দিশেহারা কুয়েত

বাংলাদেশের অগ্নিঝরা বোলিংয়ে দিশেহারা কুয়েত

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ২৯২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর বল হাতেও উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ দল। 

Advertisment

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ১১৯ বলের মোকাবেলায় করেন ১১২ রান, হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। মাহফিজুলের শতকের দিনে ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরব হোসেন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। কুয়েতের পক্ষে আব্দুল শফিক তিনটি এবং মোহাম্মদ উমর ও হেনরি থমাস দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্লথ রানের গতি শুরু থেকেই ভুগিয়েছে দলটিকে। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত। এখন পর্যন্ত দলটির ৭টি উইকেটের পতন ঘটিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় ১৬.২ ওভার খেলা হয়েছে। তাতে ৭ উইকেট হারিয়ে কুয়েতের সংগ্রহ মাত্র ৩৪ রান। ৫২ বলে ২৬ রান করে একাই লড়ছেন ওপেনার মিত ভভসার। বাংলাদেশের পক্ষে এস এম মেহরব হোসেন ও রিপন মণ্ডল দুটি করে এবং মুশফিক হাসান ও নাইমুর রহমান নয়ন একটি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : কুয়েত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/১০ (৪৯.২ ওভার)
মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০
সাদিক ৪০/৩, উমর ৪৫/২

কুয়েত : ৩৪/৭ (১৬.২)
ভভসার ২৬*, জহির ২
মেহরব ১/২, রিপন ৬/২

জয়ের জন্য কুয়েতের প্রয়োজন ২৯২ রান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts