বরিশালের দুই উপজেলায় আ.লীগের সম্ভাব্য প্রার্থী

বরিশালের দুই উপজেলায় আ.লীগের সম্ভাব্য প্রার্থী

২৩ মার্চ ২০২৪ শনিবার ১:২০:১৪ অপরাহ্ন

Print this E-mail this


এম,এইচ চুন্নু।। বিশেষ প্রতিনিধিঃ

বরিশালের দুই উপজেলায় আ.লীগের সম্ভাব্য প্রার্থী

বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই গণসংযোগ, দোয়া চাওয়া আর ইফতার পার্টির মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। তাঁদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা। এ কারণে বিরোধও রয়েছে। 

বিভাগীয় সদর হওয়ায় সদর উপজেলার রাজনৈতিক গুরুত্ব বেশি। এখানকার মাঠে থাকা চারজন সম্ভাব্য প্রার্থীর সবাই আওয়ামী লীগের।

বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন প্রত্যেকে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের মৌন সমর্থন পাওয়ার দাবি করছেন।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের সমর্থনে প্রচারে আছেন।

আরেকজন প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি আগে থেকেই জেলা আওয়ামী লীগ এর সমর্থন নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। 

এদিকে বাকেরগঞ্জে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগ এবং স্থানীয় এমপির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান স্থানীয় আওয়ামী লীগের নীরব সমর্থনে প্রার্থী হচ্ছেন। তিনি গণসংযোগও করে যাচ্ছেন।

তবে স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিকের সমর্থনে নিবাচনী বৈতরণি পার হতে চান সম্ভাব্য প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা এবং আওয়ামী লীগের নেতা রাজিব তালুকদার। 

দুই উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts