- নারায়ণগঞ্জ, ফতুল্লা, শহরের বাইরে
- না:গঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হতে যাচ্ছে
না:গঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় উদ্বোধন
- আপডেট টাইম : মে, ৪, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
- 40 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
দীর্ঘ ১০ মাস পর পূনরায় চালু হলো নারায়নগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস । রোববার ৪ মে আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারো পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু করেছে কর্তিপক্ষ।
এ সময় সাইনবোর্ড এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালুর প্রথম দিনে সেবাগ্রহিতাদের পদচারনায় মুখরিত। চালুর প্রথম দিনে কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগন ।
গত বছরের ১৮ ও ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও অগ্নিকান্ডে পুড়ে যায় পাসপোর্ট অফিসের ভবন সহ ভেতরে থাকা সকল জিনিসপত্র। এতে গুরুত্বপূর্ণ নথি এবং কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এরপর থেকে বন্ধ ছিল সব কার্যক্রম। পাসপোর্টের জরুরি প্রয়োজনে নারায়ণগঞ্জের মানুষকে যেতে হয়েছে ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদী এবং মুন্সিগঞ্জে। এই সময় অনেকেই ভোগান্তির শিকার হন। নভেম্বরে ভবনটির সংস্কার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ।