
দিনাজপুর সংবাদাতাঃ “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ পালিত হয়েছে।
২ অক্টোবর শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন।
প্রজেক্টরের মাধ্যমে উৎপাদনশীলতার মূল ধারনা ও গুরুত্ব শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুর বিসিক এর উপ মহাব্যবস্থাপক হুসনে আরা খাতুন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমদাদুল হক শরীফ’র প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মোফাজ্জল হোসেন, বিসিক এর শিল্পনগরী কর্মকর্তা চারু চন্দ্র বর্মন, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক প্রতাপ সাহা পানু, বিসিক এর হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আলী আজম শাহ্, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যার যার অবস্থানে থেকে সবাইকে কাজ করে যেতে হবে। ভীষন ২০৪১ বাস্তবায়নে ও সুখী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদনশীলতার উপর গুরুত্বারোপ করতে হবে। উৎপাদনশীলতা সম্পর্কে জনগণকে সচেতন এবং উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করতে এ দিবস সহায়ক ভূমিকা পালন করবে
মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)