
দিনাজপুর সংবাদাতাঃ আসন্ন কেন্দ্রীয় ১০ম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষ্যে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩০ ডিসেম্বর বুধবার দিনাজপুর খালপাড়া নিমতলার পৌর মার্কেটে ভৈরবী অফিস প্রাঙ্গনে জেলার প্রতিটি উপজেলা শাখা থেকে আগত নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির মতবিনিময় সভাতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস ক্লাবের সভাপতি ও জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিশ^াস করি। সেটি বুকে লালন ও ধারন করে দেশ মাতৃকার উন্নয়নের কাজে ব্রত হই।
আমাদের নিজেদের স্বার্থে সমন্বয় রাখতে হবে কেন্দ্রীয় নেতাদের ভ’মিকা বজায় রাখার জন্য। আমরা যদি সমন্বয় হতে পারি সেইজন্য নিজেদের মধ্যে মজবুত বাড়াতে হবে। আমাদের সমস্যাগুলি আলোচনার মাধ্যমে নিষপত্তি ঘটাতে হবে। আমাদের প্রতাশা একটাই গনতন্ত্র দেশে গনতন্ত্র প্রক্রিয়ায় চাওয়া পাওয়া। সমঅধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। সমাজে ভাল মানুষদের সাথে চলতে চাই।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে বলেন, সবাইকে ঐক্য মতের ভিত্তিতে একযোগে কাজ করতে হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিজেদের সত্তাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সংগ্রাম করে যাচ্ছে। যখনই কখনও হামলার শিকার হই তখন আমাদের ঐক্যভাবে প্রতিবাদ করতে হয়। সকলকে সংবদ্ধ করে আমাদের দাবীদাওয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই জন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া। প্রতিটি উপজেলার কমিটির সঙ্গে সমন্বয় রাখতে আমাদের একমত হতে হবে।
এই মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং, জেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব রায়, সদর থানার পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক দূর্জয় দাস তিতন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার যুগ্ম সাঃ সম্পাদক উৎপল দাস খোকন ও সাংগঠনিক সম্পাদক রাজু বিশ^াস, সদর থানার সাধারন সম্পাদক রাজু কুমার দাস ও জেলার সদস্য মৃদুল দাস, সুকুমার দাস, জেলা শাখার মহিলা ঐক্য পরিষদ এর সভাপতি মিনতী দাস ও সাধারন সম্পাদক মল্লিকা রানী দাস, ছাত্র ঐক্য পরিষদ এর সভাপতি অমৃত রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলার প্রতিটি উপজেলা শাখা থেকে আগত সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ প্রমুখ।