- Uncategorized
- সাংবাদিক কাউসারের বায়পাস সার্জারি জরুরি : অর্থ সংকটে চিকিৎসায় অনিশ্চয়তা
টানা ৬ ঘন্টা অভিযান: সাবেক মেয়র আইভী গ্রেফতার
- আপডেট টাইম : মে, ৯, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
- 21 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন::
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল ৮ মে দিবাগত রাত ১২ টায় সাবেক মেয়রের শহরের দেওভোগ এলাকায় বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় আসপাশের মসজিদে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশকে অবরুদ্ধ করা আইভীর বাড়িতে প্রবেশের তিনটি রাস্তা বাঁশ দিয়ে বেরিকেড দেয়। এছাড়া আইভী রাতে পুলিশের সাথে যেতে রাজি হননি । দিনের বেলায় পুলিশকে গ্রেফতার করার কথা জানন তিনি। পরবর্তীতে টানা ৬ ঘন্টা অভিযান চালানোর পর ভোর সাড়ে ৫ টায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা চালায় আইভীর সমর্থকরা। এরপর সাবেক এই মেয়র আইভীকে আদালতে প্রেরণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ।