ঝালকাঠিতে ভোরে নিখোঁজ, সন্ধ্যায় মরদেহ মিলল নদীতে

ঝালকাঠিতে ভোরে নিখোঁজ, সন্ধ্যায় মরদেহ মিলল নদীতে

১৩ September ২০২৫ Saturday ১১:০৯:১১ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ভোরে নিখোঁজ, সন্ধ্যায় মরদেহ মিলল নদীতে

ঝালকাঠির বাসন্ডা নদী থেকে সাবেক বিডিআর সদস্য মো. হারুন অর রশিদ হাওলাদারের (৫৮) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ঝালকাঠি পৌর এলাকার ইছানীল গ্রামের মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হন হারুণ।  ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসন্ডা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

হারুনের ছেলে সাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাবার সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি সাত ধারার মামলাও চলছে। জমির বিরোধকে কেন্দ্র করে পলিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে বলে দাবি ছেলে সাহারুলের।

এ ব্যাপারে ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts