
দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় ৯ডিসেম্বর২০২১ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা সন্ত্রাস-নাশকতা ও আসন্ন ইউ.পি নির্বাচন আইন শৃঙ্খলা তৎপর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার, এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিউল আজম, কৃষিবিদ কৃষি অফিসার আবু জাফর মোহাম্মদ সাদেক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।