আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক

ফেনী | তারিখঃ June 9th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 6259 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বন্ধুর বন্ধন’র যাকাত বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধনের প্রধান সংগঠক ও স্বপ্নদ্রষ্টা নাজমুল করিম ভূঁইয়া সুমন।

বন্ধুর বন্ধন ফেনীর ১৮তম যাকাত বিতরণ অনুষ্ঠানে ৪০টি সেলাই মেশিন, ২২ বান ঢেউটিন, ৩ টি টিউবওয়েল, সাতটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ২১ জন অসহায় লোকজনকে মোট আট লাখ ৬৪ হাজার টাকার যাকাত বিতরণ করা হয়।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, বন্ধুর বন্ধনের যাকাত বিতরণের মতো মহৎ কাজ করে ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সংগঠনের মতো আমাদের নিজেদের অর্থ শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে।

জেলার অন্যতম সেরা সামাজিক ও সমবায়ী সংগঠন বন্ধুর বন্ধন ফেনীর উদ্যোগে অসহায় ও দু:স্থদের মাঝে যাকাত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুর বন্ধন ফেনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেফায়েত উল্লাহ।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক আনিসুর রহমান, এ কে আজাদ মিলন, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, সাপ্তাহিক স্বদেশ পত্র প্রতিকার সম্পাদক এন এন জীবন, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি তাহের উদ্দিন, পৃষ্ঠপোষক মোহাম্মদ ইলিয়াছ পাটোয়ারী, মোশাররফ হোসেন সেলিম, যাকাত কমিটির আহবায়ক জি.এম তাজ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁঞা পারভেজ, সদর উপজেলা কমিটির সভাপতি রেজাউল হক রেজা প্রমুখ।

যাকাত বিতরণ অনুষ্ঠানে বন্ধুর বন্ধনের বিভিন্ন কমিটির কর্মকর্তা ও যাকাত তহবিলের সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিবৃন্দ অসহায় ও দু:স্থদের হাতে যাকাত সামগ্রী তুলে দেন।

Explore More Districts