“আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে”-জয়নুল আবেদীন

“আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে”-জয়নুল আবেদীন

১ September ২০২৫ Monday ৮:৫২:২৫ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

“আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে”-জয়নুল আবেদীন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) বরিশালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। 

জয়নুল বলেন, শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, আর শহীদ জিয়া সেটি ছারখার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।  

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন, আর শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন। 

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। 

বরিশালকে শহীদ জিয়ার ‘ঘাঁটি’ উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের আগে জিয়া এই মাটিতেই এসেছিলেন।  

এছাড়া তিনি গুম-খুন, অর্থ পাচার, যুবলীগ নেতাদের আত্মগোপনসহ নানা ইস্যুতে সরকারকে তীব্র সমালোচনা করেন। 

জয়নুল আবেদীন বলেন, জুলাই বিপ্লব আরেকটা মুক্তিযুদ্ধ ছিল। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আজকের দিনে শ্রদ্ধা ও সম্মান জানাই। সরকারকে বলেছি-যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদের পেছনে এক কোটি টাকা খরচ করে হলেও চিকিৎসা করান। আর যারা সন্তান হারিয়েছেন তাদেরকে কমপক্ষে পাঁচ কোটি টাকা দিয়ে পুনর্বাসিত করতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts