অটোচালককে লাথি মারার ঘটনায় সখীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারন দাবিতে অফিসে তালা, মানববন্ধন – News Tangail

অটোচালককে লাথি মারার ঘটনায় সখীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারন দাবিতে অফিসে তালা, মানববন্ধন – News Tangail

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে অটো চালককে লাথি মারার ঘটনায় উপজেলার ৮ বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারনের দাবিতে অফিসে তালা ঝুলিয়ে মানবন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তিন শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানাযায়, উপজেলার ৮ বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরকার নূরে আলম মুক্তা গত রোববার বেলা ২টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে একই ইউনিয়নের চতলবাইদ গ্রামের অটো ভ্যান চালক মোতালেব হোসেনকে (৫২) কথা কাটাকাটির একপর্যায়ে জনসম্মুখে লাথি মারেন। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় পরদিন সোমবার বিকালে বিক্ষুব্দ এলাকাবাসী বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসে তালা ঝুলিয়ে দেন। আজ মঙ্গলবার সকাল ১১ টায় মানবন্ধন কর্মসূচি পালন করে। ইউনিয়ন বিএনপির সভাপতি , আঃ লতিফ মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে
রফিকুল ইসলাম রবি, ডি এম বজলুর রহমান,আঃ মান্নান, জাহাঙ্গির বিশ্বাস, শিপু জামান বুলবুল প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, চেয়ারম্যান নূরে আলম মুক্তা ২০২৪ সালের ২ মার্চ তাঁর প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জেল খেটেছিলেন। এবং সে জুলাই অভ্যুত্থানে টাঙ্গাইলে সমন্বক হত্যা মামলার ২২ নং আসামী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, তদন্ত সাপেক্ষে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts