চাঁদপুর পৌর শ্রমিক দলের কমিটি পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান এই সিদ্ধান্ত প্রদান করেছেন বলে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়। ঐ চিঠিতে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর বিএনপি ও সাধারণ সম্পদাক ও চাঁদপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অনুলিপি প্রদান করা হয়।

চিঠিতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পূর্বে জেলা/মহানগর/উপজেলা ও পৌরসহ সকল কমিটি গঠন, পূনঃগঠন, স্থগিত বা ভেঙ্গে দেওয়অর কার্যক্রম কেন্দ্র কর্তৃক নিষেধাজ্ঞা আছে। ঐ সিদ্ধান্তের আলোকে গত ১ নভেম্বর ২০২৫ইং তারিখে ভেঙ্গে দেওয়া চাঁদপুর পৌর শ্রমিক দল কমিটি পূনঃবহাল হয়।”
প্রেস বিজ্ঞপ্তি/
৩ নভেম্বর ২০২৫
