সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর উপরে গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে জামায়াত ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে প্রেস ক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক আশরাফুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ফরিদুল হক, ঝালকাঠি-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম প্রমুখ। জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “যে আশা আকাঙ্খা নিয়ে এ দেশে জুলাই বিল্পব হয়েছে তার বাস্তবায়ন কিছু হচ্ছে না। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হোক। শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে হোক।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’-বরিশালে উপদেষ্টা ফারুক-ই-আযম
বরিশাল বিভাগের একুশ আসনে প্রায় চূড়ান্ত বিএনপির মনোনয়ন
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ নিধন
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা