১৫-১৬ অক্টোবর রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন – DesheBideshe

১৫-১৬ অক্টোবর রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন – DesheBideshe

১৫-১৬ অক্টোবর রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন – DesheBideshe

ঢাকা, ০৮ অক্টোবর – জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ১৫-১৬ অক্টোবর কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায়।

তিনি বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ তথ্য জানান। আলী রীয়াজ বলেন, এই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে গণভোট বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান এবং বলেন, নোট অব ডিসেন্টগুলোও বিবেচনায় রাখতে হবে। এছাড়া, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য অন্যান্য বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, কমিশন আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় এবং দু’একদিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ অক্টোবর ২০২৫



Explore More Districts