হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট’-এ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. নুরে আলম (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম বড়চর এলাকার মৃত মরম আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরে আলমের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১৭/০৯/২০২৪ খ্রি. অনুযায়ী বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪৩৫/৩৮০/৪২৭/১১৪ ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

