রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু – Chittagong News

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু – Chittagong News

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে পুকুরে ডুবে আশরাফুল মোস্তফা আলিফ (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় পোমরার রোশাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ পোমরা জামেউল উলুম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। তিনি বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ খাইরুল আমিন চিশতীর ভাগ্নে।

আলিফের মামা সৈয়দ মোহাম্মদ ফরহাদ আমিন জানান, বিকেলে আলিফ বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে সন্ধ্যার দিকে মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে নামে। পুকুরে লাফিয়ে নামার পর দীর্ঘ সময়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধুদের খোঁজাখুঁজির পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে আজান দেওয়ার কিছুক্ষণ পর পুকুরে ভেসে ওঠে আলিফের নিথর দেহ। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলিফের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরা এই অকাল মৃত্যুকে গভীরভাবে শোকাহত হয়ে মেনে নিচ্ছেন।

স্থানীয়রা জানান, আলিফ ছিল ভদ্র ও মেধাবী ছাত্র। তার এমন মৃত্যুতে মাদ্রাসা ও এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts