যশোরে কোটি টাকার স্বর্ণসহ আটক-১

যশোরে কোটি টাকার স্বর্ণসহ আটক-১

মো: আনিছুর রহমান,বেনাপোল (যশোর ) প্রতিনিধি:যশোরে প্রায় এক কোটি টাকা মুল্যের ৫১৫.৯ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার ৪টি স্বর্ণের অলংকার, ১টি মোবাইল, ১টি হাত ঘড়ি সহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক ব্যাক্তি আটক হয়েেেছ। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় যশোর সদর উপজেলার দাইতলা ব্রীজের উপর থেকে তাকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদাহ গ্রামের বিফল চন্দ্র ঘোষ এর ছেলে।

বিজিবি সুত্র জানায় বিকাশ ওই স্বর্ণ নিয়ে বেনাপোল যাচ্ছিল। সে বেনাপোল দিয়ে ওই এলাকার পাচারচক্রের সহযোগিতায় ভারতে পাচার করত স্বর্ণের চালানটি।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে দায়তলা ব্রীজ এর উপর থেকে বিকাশকে আটক করে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে তিনটি স্বর্ণের বার পাওয়া যায় । যার ওজন ৫১৫.৯ গ্রাম। আনুমানিক বাজার মুল্য ৯৩,৫৯,৮০৭ টাকা।

আটককৃত ব্যাক্তিকে যশোর কোতয়ালী থানায় স্বর্ণ পাচরের অভিযোগে মামলা দিয়ে সপর্দ করা হয়েছে।

Explore More Districts