মনোজের প্রতিপক্ষ এবার জয়দীপ-নিমরত

মনোজের প্রতিপক্ষ এবার জয়দীপ-নিমরত

চরিত্রটি নিয়ে নিমরত বলেন, ‘খল চরিত্রে অভিনয়ের মজা আলাদা। এখানে আমাকে খারাপ কাজ করেও জেলে যেতে হয়নি! খুন, ষড়যন্ত্র—সব করেছি দারুণ স্টাইলে, আধুনিক পোশাক আর উঁচু হিল পরে। মীরা যেকোনো অভিনেত্রীর জন্য স্বপ্নের চরিত্র। “দ্য ফ্যামিলি ম্যান”-এর জগতে যোগ দিতে পারা আমার কাছে একরকম স্বপ্নপূরণ। বলা হয়, জন্ম, মৃত্যু বা পরিবার কেউ বেছে নিতে পারে না। কিন্তু এবার আমি আমার পরিবার বেছে নিয়েছি, এমন অসাধারণ এক টিমের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত।’ মনোজ বাজপেয়ী ও জয়দীপ আহলাওয়াতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি এই সিরিজের বড় ভক্ত। তাঁদের মতো অভিনেতার সঙ্গে কাজ করা একই সঙ্গে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং।’

Explore More Districts