ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে: আক্তার হোসেন মাঝি‌

ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে: আক্তার হোসেন মাঝি‌

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, রাজিব দাস, আবু জাফর, রফিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, আজকে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন। তাই আজকের পর থেকে আপনাদের চুড়ান্ত ভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।

তিনি বলেন, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তারা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে। তাই মানুষকে ভালোবেসে ধানের শীষকে জন্য ভোট আদায় করতে হবে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। সামনের তিন মাস গত ১৭ বছরের চেয়েও বেশি কষ্ট করতে হবে। কারণ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত ইসলামীসহ কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় এই নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে বিজয়ী হতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ সুমন রাঁড়ি।
এসময় ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩ নভেম্বর ২০২৫

Explore More Districts