দেওয়ানগঞ্জে বিদেশে পাঠানোর কথা বলে ৯ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে বিদেশে পাঠানোর কথা বলে ৯ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে বিদেশে পাঠানোর কথা বলে ৯ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে বিদেশে পাঠানোর কথা বলে ৯ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা করেছেন নিরীহ বেকার রবিউল ইসলাম সরকার। এ ব্যাপারে ভুক্তভোগী রবিউল ইসলাম সরকার প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে প্রকাশ, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রির চর পূর্বপাড়া গ্রামের মোঃ আনোয়ার ইসলামের পুত্র মোঃ রবিউল ইসলাম সরকার একজন সহজ সরল বেকার যুবক। তাকে বিদেশে ভালো চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ও মিথ্যা আশ^াসে তার চাচা শশুর মোঃ শাহজাহান মিয়া, পিতা- মৃত লতিফ সরকার, গ্রাম: রৌমারী, জেলা- কুড়িগ্রাম এবং তার সঙ্গী মোঃ সুলতান আলম, পিতা- মৃত ছবদের আলী, গ্রাম: রৌমারী, জেলা-কুড়িগ্রাম বিদেশে পাঠানোর বিভিন্ন প্রলোভন দেখায় এবং পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত ১১/১১/২০২২ইং তারিখে ৫ লাখ টাকা গ্রহণ করে। চাচা শশুর মোঃ শাহজাহান আলী তা গ্রহণ করে এবং সঙ্গীয় সুলতান আলমের হাতে দিয়ে দেন। শর্ত থাকে যে, ৩ মাসের মধ্যে রবিউল ইসলাম সরকারকে উচ্চ বেতনে মালয়েশিয়া পাঠাবেন। বেশ কিছুদিন বিলম্ব হলে, এ ব্যাপারে চাপ দিলে মালয়েশিয়ার ভিসার অনলাইন লিস্ট প্রদান করেন রবিউলের। যা পরবর্তীতে ভূয়া হিসেবে প্রমানিত হয়। এ ব্যাপারে প্রতিবাদ করা হলে তারা ফের প্রতারনার আশ্রয় নেয়। বলে, কিরগিস্থানে তাকে পাঠাবে, তাতেও রাজি হন রবিউল। ০৫/০১/২০২৪ তারিখে অনেকের সামনে আবারো ৪ লাখ টাকা গ্রহণ করে তারা। ১৪/০২/২০২৪ তারিখে ভিসা দিয়ে কিরগিস্থানে পাঠিয়ে দেন। সেখানে গিয়ে রবিউল জানতে পারে, তাকে বৈধ ভিসা দিয়ে সেখানে পাঠায়নি। ৫৯ দিনের একটি ভিসা প্রদান করা হয়েছে। সেখানে কোনো কোম্পানির নাম উল্লেখ নেই। এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে এবং প্রতিবাদ জানালে তাকে দেশে চলে আসার কথা বলে এবং সমুদয় টাকা ফেরত দানের প্রতিশ্রুতি দেয়। দেশে চলে আসে রবিউল ইসলাম সরকার। গণ্যমান্যদের নিয়ে প্রতারনার বিষয়ে প্রতিবাদ করা হয় এবং ৯ লাখ টাকা ফেরত চাওয়া হয়। আজকাল করে দিন যায় মাস যায় টাকা ফেরত দেয় না, টালবাহানা করতে থাকে, পরে ২৯/০৮/২০২৪ইং তারিখে আইনজীবির মাধ্যমে তাদের একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এর জবাব তারা দেয়নি। গত ২৯/১১/২০২৪ইং তারিখে আবারও গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্মীয় স্বজনদের সাথে নিয়ে ভুয়া ভিসা প্রদান ও হয়রানি করার প্রতিবাদ করা হলে এবং প্রদানকৃত ৯ লাখ টাকা ফেরত চাইলে তারা রাগান্বিত হয়ে অশ্লীল গালাগাল ও দূর্ব্যবহার করে। ৯ লাখ টাকা নেওয়া এবং বিদেশ পাঠানোর কথা অস্বীকার করে তারা। অবশেষে ভুক্তভোগী রবিউল ইসলাম সরকার তার চাচা শশুর শাহজাহান আলী ও সঙ্গীয় সুলতান আলমের বিরুদ্ধে মামলা আমলে নেওয়ার আদালত জামালপুর এ একটি মামলা দায়ের করেন। মোকদ্দমা নং- ৪৭৯(১)/২০২৪। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দেওয়ানগঞ্জ মডেল থানাকে তদন্ত করার নির্দেশ দেন। মামলার তদন্তভার দেওয়া হয় দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই মোঃ সাইফুল ইসলামকে। তিনি গুরুত্বের সাথে নিরপেক্ষ তদন্ত পূর্বক যে রিপোর্ট পেশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তাতে ঘটনার সত্যতার আলামত মেলে। এ দিকে জীবনের কষ্টার্জীত সংগৃহিত সব অর্থ ও যৎ সামান্য জমাজমি বেচার ৯ লাখ টাকা হারিয়ে পাগলের মত অবস্থা রবিউল ইসলাম সরকারের। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে অর্ধাহার অনাহারে দিনাতিপাত করছেন। এ ব্যাপারে সরকারের কাছে প্রতারকদের কাছ থেকে সমুদয় অর্থ ফেরতের ব্যাপারে আকুল আবেদন জানিয়েছেন রবিউল ইসলাম সরকার।


Explore More Districts