ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান – Chittagong News

ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান – Chittagong News

চট্টগ্রামের বাঁশখালীর উদ্ভাবক মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। ব্যক্তিগত উদ্যোগে ড্রোন তৈরি করে দেশজুড়ে আলোচনায় আসা এই তরুণ উদ্ভাবকের সাফল্যে উৎসাহ জানিয়ে তার প্রতি সহানুভূতি ও আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

সোমবার (১৬ জুন) দুপুরে বাঁশখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের নিজ বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট রিজভী, যা প্রেরণ করেন তারেক রহমান। পাশাপাশি ভবিষ্যতে প্রযুক্তিগত দক্ষতা ও উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আমরা বিএনপি পরিবারের চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মোহাম্মদ আশির উদ্দিন বাঁশখালীর প্রত্যন্ত গ্রামে বসে নিজ চেষ্টায় ড্রোন তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। তার উদ্ভাবনী প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে দেশের বিভিন্ন মহল থেকে প্রশংসা ও সহযোগিতা আসছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts