ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে টঙ্গীর মেঘনা রোড সংলগ্ন মাঠেই শুক্রবার বিকেলে উদ্বোধন হলো “প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। উদ্বোধনী খেলায় অংশ নেয় গাসিক অঞ্চল–৪ (গাজীপুর পৌর) ও অঞ্চল–২ (পূবাইল)। খেলায় অঞ্চল- ২ অঞ্চল-৪’কে ৫-০ গোলে পরাজিত করে। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো এবং উদ্বোধনী শটের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি গাজীপুর-৬ আসনে সম্ভাব্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান, বিএনপির অপর সম্ভাব্য প্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর-২ আসনে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুর রহমান কিরণ, মহানগর এনসিপি নেতা আকাশ ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ঊক্তব্যে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “এই মাঠটি একসময় অপরাধীদের দুর্গ ছিল। যারা বছরের পর বছর টঙ্গীকে মাদকবাণিজ্যের বাজার বানিয়েছিল, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আমরা চাই এই মাঠ থেকেই টঙ্গীর যুবসমাজ মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, এটাই আমাদের লক্ষ্য।”

