চাঁদপুর ইব্রাহিমপুরে গৃহবধূর শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করার অভিযোগ

চাঁদপুর ইব্রাহিমপুরে গৃহবধূর শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করার অভিযোগ

চাঁদপুরের সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে‌ আনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে যখন করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ আগস্ট বুধবার ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডের ঢালী বাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ারা বেগম ঢালী বাড়ির মোঃ শহিদুল্লাহ ঢালীর স্ত্রী।

এই ঘটনায় আহত আনোয়ারা বেগম ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২জননসহ চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ফজল চৌকিদারের পুত্র বিল্লাল চকিদার (৪৫) এবং তার ছেলে সোহাগ চকিদার (২২)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৬ আগস্ট সকাল অনুমান সাড়ে ৭টার সময় আনোয়ারা বেগম বাজার করার উদ্দেশ্যে বাড়ী হইতে বের হন। এসময় একই এলাকার বিল্লাল চকিদার তার পথরোধ করে জোরপূর্বক টাকা দাবি করে এবং টাকা না দিলে শ্লীলতাহানী করবে বলে হুমকি দেয়। আনোয়ারা বেগম প্রতিবাদ করে দৌড়ে এলাকার বাঁশের সাঁকো পার হয়ে যায়। এরপর সকাল সাড়ে ৮টায় পুনরায় বিল্লাল চকিদার আনোয়ারা বেগমকে বাড়ির সামনে এসে তাকে মিথ্যা নোংরা অপবাদ দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে।

আনোয়ারা বেগম প্রতিবাদ করলে বিল্লাল চকিদার পায়ের জুতা খুলে তাকে বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে তার নাকে, মুখে ও শরীরে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মেরে আহত করে এবং কানের স্বর্ণের দুল কেড়ে নেয়। আনোয়ারা বেগমের ডাকচিৎকারে তার স্বামী ছুটে এলে বিল্লাল চকিদার এবং তার ছেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে তারা নিরাপত্তায় ভুগছেন বলে লিখিত অভিযোগ উল্লেখ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৮ আগস্ট ২০২৫

Explore More Districts