এবি পার্টির ১০৯ আসনে প্রার্থী ঘোষণা, এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা

এবি পার্টির ১০৯ আসনে প্রার্থী ঘোষণা, এনসিপিসহ ৯ দলের জোটের সম্ভাবনা

কুমিল্লা-১ আসনে শফিউল আলম বাশার, কুমিল্লা-৩ আসনে এম শহীদুল ইসলাম শাহেদ, কুমিল্লা-৫ আসনে যোবায়ের আহমদ ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনে মিয়া মো. তৌফিক ও কুমিল্লা-১০ আসনে আবদুল্লাহ আল মামুন।

চাঁদপুর-২ আসনে রাশিদা আক্তার মিতু; ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জু; নোয়াখালী-৩ আসনে হাকিম মো. মাহফুজুর রহমান; লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর-২ আসনে কেফায়েত হোসেন তানভীর ও লক্ষ্মীপুর-৪ আসনে মিয়া আরিফ সুলতান।

চট্টগ্রাম-৩ আসনে আতাউর রহমান নুর, চট্টগ্রাম-৫ আসনে লে. কর্নেল (অব.) দিদারুল আলম, চট্টগ্রাম-৭ আসনে আবদুর রহমান মনির, চট্টগ্রাম-৮ আসনে মো. গোলাম ফারুক, চট্টগ্রাম-৯ আসনে হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে এস এ কাশেম ও চট্টগ্রাম-১১ আসনে মোহাম্মদ লোকমান।

কক্সবাজার-১ আসনে এ বি ওয়াহেদ, কক্সবাজার-২ আসনে এনামুল হক সিকদার, কক্সবাজার-৩ আসনে সারওয়ার সাঈদ, কক্সবাজার-৪ আসনে শামসুল হক শারেক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় ফারজানা আলম।

প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলীয় সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং জনগণের মধ্যে কী ধরনের কার্যক্রম তিনি করেন, জনসম্পৃক্ততা কেমন—এসব বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রার্থী তালিকায় নারীদের কম উপস্থিতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতি নেই কেন—এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন, নারীরা রাজনীতিতে কিছুটা পেছনে থাকতে চান। একজন নারীর পক্ষে প্রার্থী হওয়া, নির্বাচন পরিচালনা করার ব্যাপারে আমাদের সমাজে যে আগ্রহটা, সেটা এখনো সেভাবে গড়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য। তো ইনশা আল্লাহ, আমাদের আরও অনেক নারী প্রার্থী আছেন। তাঁরা আমাদের বিবেচনার মধ্যে আছেন। নেক্সট প্রার্থী তালিকায় ৮ থেকে ১০ জন নারী প্রার্থী সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, এটা একটা নতুন দল। এই দল সম্পর্কে নানা রকমের অপপ্রচার, নানা ধরনের ভুল ধারণা অনেকের মধ্যে আছে। এ কারণে এখনো অনেক সীমাবদ্ধতা লক্ষণীয়। দল বিস্তৃত হলে এই জিনিসগুলো আরও বেশি বিস্তৃত আকারে আসবে।

Explore More Districts