আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে – DesheBideshe

আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে – DesheBideshe

আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে – DesheBideshe

ঢাকা, ০৯ নভেম্বর – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে। একদিকে সারা বিশ্ব যেমন নির্বাচনটির দিকে তাকিয়ে আছে, অন্যদিকে পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

ভিডিও বার্তায় সিইসি বলেন, আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

সিইসি জনগণকে উৎসাহিত করে আরও বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ নভেম্বর ২০২৫



Explore More Districts