সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মাজারের জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন – News Tangail

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মাজারের জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন – News Tangail

oplus_0

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ছামান আল চিশতির মাজারের ৭৪ শতাংশ জমি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রতারনার মাধ্যমে নিজের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ছামান আল চিশতির পুত্র পীরজাদা আয়নাল হক। তিনি মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার তক্তারচালা ছামান আল চিশতির মাজারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আয়নাল হক বলেন, মোঃ জয়নাল আবেদীন নামের তার চাচাত ভাই ২০০৩ সালে ৬৪ শতাংশ এবং ২০০৪ সালে ১০ শতাংশ জমি মাজারের নামে দলিল করে দেন। তখন ছামান আল চিশতির অন্যতম গুণগ্রাহী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তার বাসভবন টাঙ্গাইল সোনার বাংলায় গিয়ে দলিলে স্বাক্ষর করে আসেন। ২১ বছর পর মাজার কতৃপক্ষ জানতে পারেন ওই জমি কাদের সিদ্দিকী মাজারের নামে নয় প্রতারণার মাধ্যমে তাঁর নিজ নামে দলীল করে নিয়েছেন। সম্প্রতি ওই জমি থেকে ২২ শতাংশ জমি কাদের সিদ্দিকী বিক্রি করেছেন বলে জানতে পারেন। গত ২৩ মার্চ কাদের সিদ্দিকী তার বিক্রেতাকে জমি বুঝিয়ে দিতে জমি পরিমাপের জন্য মাজার প্রাঙ্গণে আসলে মাজার কর্তৃপক্ষ ওই জমি পরিমাপের বাধা দেন। পরে কাদের সিদ্দিকী বাধার মুখে জমি পরিমাপ না করে সেখান থেকে ফিরে আসেন।

জমিদাতা মোঃ জয়নাল আবেদিন বলেন, আমি মাজারের নামে নামমাত্র মূল্যে জমি দিয়েছি , কাদের সিদ্দিকীকে নয়। তার বাসায় দলিলে স্বাক্ষর করতে বললে আমি অন্ধ বিশ্বাসে দলিলে স্বাক্ষর করি। প্রতারণা কর সে তার নিজের নামে দলিল করছে আমি বুঝি নাই ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান ও জমি দাতা নবীন হোসেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও ছামান আল চিশতির ভক্তবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts