তোফাজ্জল হোসেন শিহাব
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে পর্ণগ্রাফি মামলায় মোঃ নাদিম হাসান (২৩) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। মোঃ নাদিম হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই শুক্রবার রামপালের পানাম আমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার কাছে থেকে ব্লাকমেইল করা নগদ ৪০ হাজার টাকা ও পর্ণগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত নাদিম স্থানীয় শতাধিক মেয়ের সাথে প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। তার পরে সে মেয়েদের কাছ থেকে ব্লাকমেইলের মাধ্যমে অর্থ আদায় শুরু করে। সেই সময়ে মেয়েরা বাধ্য হয়ে তাকে অর্থ দিতে শুরু করে।
গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়। আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দিতে শতাধিক মেয়ের সাথে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন নাদিম।
পরে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Related