মুন্সীগঞ্জে খাঁটিয়া বিক্রির ধুম

মুন্সীগঞ্জে খাঁটিয়া বিক্রির ধুম




মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে খাঁটিয়া বিক্রির ধুম পড়েছে। খাাঁটির সাথে অনেকে আবার হোগলাও বিক্রি করছেন। কোরবানী মাংস কাটার অন্যতম একটি অংশ হচ্ছে এই খাঁটিয়া। তার সাথে প্রয়োজন পরে হোগলাও। এসব নিয়ে পৌর শহরের একাধিক খোলা স্থানে বা ফুটপাতে দোকানিরা এ গুলো পসরা সাঁজিয়ে বিক্রি করছেন।

এসব বিক্রিতে বিভিন্ন দামে বিভিন্ন রকমে এগুলো বিক্রি হচ্ছে। খাঁটিয়া একাধিক সাইজের মধ্যে ১৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর হোগলা ১৮০ টাকা থেকে ২২০ টাকার মধ্যে দু’ধরণের সাইজের মধ্যে বিক্রি হচ্ছে।

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারীর গোল চত্বরে নানা রকমের সাইজের এসব বিক্রি হচ্ছে। তবে বেশি বড় খাঁটিয়া শহরের মধ্যে এখানেই পাওয়া যাচ্ছে অনেকটাই কম দামে। এখানকার দোকানিরা মিডিয়ার কাছে এসব পণ্য অনেকটা কমিয়ে বলও ক্রেতারা দরদাম হাকিয়ে নিলে ভালো হয়।

আসন্ন ঈদকে সামনে রেখে এবার শহরের বিভিন্ন স্থানে এসব দোকানের সংখ্যা অনেকটাই বেশি দেখা গেছে এবার। গত দুটি করোনায় ঈদের সময়ে এমনটি দেখা যায়নি। অনেকে আবার এ ঈদকে সামনে রেখে চিরচেনা

মুখের লোকজনরাই বছরের পর ধরে এই ব্যবসা করছেন বলে জানা গেছে। কোরবানীর গরু বা ছাগল কেনা শেষ হলে সকলের নজর তখন এসব জিনিসের ওপর পরে থাকে।




Explore More Districts