হিমালয়ের কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ গত এক সপ্তাহ থেকে উঠানামা করছে। তবে কয়েকদিন রাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বাড়লেও সকাল হলেই কেটে যাচ্ছে শীত। দেখা মিলছে সূর্যের আলোর।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি। এ জেলায় টানা ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
এদিকে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে কুয়াশার আড়ালে সূর্যের আলোর দেখা মিলেছে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ও বাড়তে শুরু করে।
এর আগে, এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে তাপমাত্রা আগামী সপ্তাহে আরও হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া।
এদিকে, শীতের তীব্রতার মধ্যেই সকাল বেলায় কাজের সন্ধানে বের হয়েছে খেটে খাওয়া মানুষজন। তারা পড়েছেন দুর্ভোগে।
এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলা চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীত জনিত রোগ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।