দেওয়ানগঞ্জে ইউএনও-ওসিকে সংবর্ধনা দিল আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুল এন্ড কলেজ – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জে ইউএনও-ওসিকে সংবর্ধনা দিল আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুল এন্ড কলেজ – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জে ইউএনও-ওসিকে সংবর্ধনা দিল আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুল এন্ড কলেজ – দৈনিক আজকের জামালপুর


hdr

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কর্তৃক অত্র বিভাগের ৩৫ জন উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে হতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ২য় স্থান এবং জেলা পুলিশ সুপার কর্তৃক সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নাজমুল হাসান পুরষ্কৃত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানান, স্কুল কর্তৃপক্ষ। গত ২ ডিসেম্বর সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ আমির হোসেন মুরাদ। স্কুলের অধ্যক্ষ নুরুন্নাহার বেগমের দিক নির্দেশনায় এবং শিক্ষক তনুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হাসান উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক তারেক মাহমুদ ও এসএমসি সদস্য আব্দুল মালেক। সংবর্ধিত অতিথিদের মাল্য দান করেন স্কুলের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Explore More Districts