- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে বাসা ডেকে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে হত্যা
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরছেন
- আপডেট টাইম : মে, ৬, ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ণ
- 37 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা ::
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । এই প্রাক্তন প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠন সহ তৃনমূলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এদিকে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বারতি নিরাপত্তা ব্যবস্থা ।
বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে যাত্রা করেন সাবেক এ প্রধানমন্ত্রী। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন।
সেখানে দেখা যায়, গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনের সিটে বসা ছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। চালকের আসনে ছিলেন তারেক রহমান।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া। বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরা নেত্রীকে বিদায় জানান।
এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।