গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ ইমাম হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলনের সঞ্চালণায় অনুষ্ঠানে দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, বিশেষ অতিথি গণঅধিকার পরিষদ খুলনা বিভাগীয় সমন্বয়ক মোছা: কবিতা খাতুন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ জামাল খান, সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ লস্কর, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত আল মামুন, যশোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ, নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আনিছুজ্জামান সোহাগ, লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ গোলাম মর্তুজা, সদস্য সচিব মোঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ গণঅধিকার পরিষদ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বচ্ছতা ও সুনামের সাথে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের মতো চাঁদাবাজী, টেন্ডারবাজী, দখলবাজীসহ অপকর্মের কোন বদনাম নেই। আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করতে নেতাকর্মীদের জোরালোভাবে কাজ করার আহবান জানানো হয়।’
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।