অনুরাগীদের জন্য ভাইজানের ঈদের শুভেচ্ছা বার্তা – DesheBideshe

অনুরাগীদের জন্য ভাইজানের ঈদের শুভেচ্ছা বার্তা – DesheBideshe



অনুরাগীদের জন্য ভাইজানের ঈদের শুভেচ্ছা বার্তা – DesheBideshe

মুম্বাই, ০৮ জুন – পবিত্র ঈদুল আজহা ঘিরে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়েছে অনাবিল আনন্দ। দেশ-বিদেশের শোবিজ অঙ্গনও মেতে উঠেছে ঈদের আমেজে; ভক্তদের মাঝে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ ভাগ করে নিয়েছেন বলিউড-দক্ষিণী তারকারাও।

ভারতের বলিউড ইন্ডাস্ট্রিতে ঈদ নিয়ে প্রায় প্রতিবারই থাকে বিশেষ আয়োজন। মূলত বি-টাউনের খান’রা ঈদ উদযাপনে থাকেন এগিয়ে। শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলি খানসহ বহু তারকা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার পিছিয়ে থাকেননি সালমান খান; ভক্তদের কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। সেখানে ভাইজানকে দেখা গেছে ক্লিন শেভড অবস্থায়। লিখেছেন, ‘ঈদ মোবারক।’ আর সে পোস্টে নায়কের অগণিত ভক্তরা নানা রকমের মন্তব্য করেছেন, ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে ছবিতে সালমান খানের চেহারাও নজর কেড়েছে ভক্তদের। এর আগে সালমান খানকে ভারী গোঁফসহ দেখা গেছে। জল্পনা ওঠে, সালমান খানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং এই ছবির জন্য তিনি এই গোঁফ লুক নিয়েছেন। কিন্তু সালমান খানের নতুন লুক দেখে সেই জল্পনা খানিকটা ঘুচে গেল।

আইএ/ ০৮ জুন ২০২৫



Explore More Districts